Dhoni's latest interview on Children's Day

শিশুদিবস উপলক্ষে ধোনির অভিনব সাক্ষাৎকার

স্কুল জীবনে ধোনি ভাল অঙ্ক ও জ্যামিতি কষতেন। সততাই তাঁর সাফল্যের অন্যতম রহস্য।তাঁর জীবনের সেরা মুহূর্ত ২০১১ সালে বিশ্বকাপ জয়। সঙ্গে এটাও বলতে ভুলছেন না তাঁর মেয়ে জিভা ধোনি ইদানীং বেশ দুষ্টুমি করছে বাড়িতে।
শিশু-দিবসে দিল্লির শ্রীরাম বিদ্যালয়ের ছাত্রী শিবাঙ্গিনী চৌধুরীর কাছে এমনই মালশালাদার এক ইন্টারর্ভিউ দিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির কাছে এ দিন শিবাঙ্গিনী ক্রিকেটার জীবনের কথা জানতে চাইলে সাবেক অধিনায়ক বলেন, ‘‘শুরুতে স্কুল টিমে গোলকিপার হিসাবে ছিলাম। কিন্তু ক্রিকেট টিমে উইকেটকিপার খোঁজা শুরু হলে আমি আমার অভ্ভাস তা পাল্টে নেই। তখন পঞ্চম শ্রেণীতে পড়ি। তখন অঙ্কই আমার প্রিয় বিষয় ছিল। পরে অবশ্য অংকের দিকে অনেকটাই বিষয়ে পিছিয়ে পড়েছিলাম।’’


ছোট্ট এই স্কুল ছাত্রীকে ইন্টারভিউ দিতে গিয়ে ধোনি আরো বলেন, ‘‘সৎ বুদ্ধি এবং সময়ের পরিস্থিতি আগাম বুঝে নেওয়ার ক্ষমতাই আমার সাফল্যের পিছনে।’’ ধোনি বলেন, ‘‘২০১১ সালে বিশ্বকাপ ফাইনালে ম্যাচ জয় আমার জীবনের সর্বসেরা মুহূর্ত।”কিন্তু ছয় মেরে ম্যাচ জেতানো তার পরিকল্পনায় ছিল না।
ক্রিকেট ছাড়াও ছাত্রী সাংবাদিকের কাছে মেয়ে জিভার কথাও বলেন, ‘‘আমার মেয়ে জিভা সম্প্রতি কালে দুষ্টু হয়েছে।যখন আরও ছোট ছিল, তখন এত দুস্টুমি করতো করত না।’’

সেসঙ্গে শিশু দিবসের বার্তা দিয়ে এমএসডি বলেন, ‘‘শৈশবই নির্ভর করে আমাদের ভবিষ্যতের ওপর ।এই সময়টা খেলাধুলা এবং পড়াশোনা দুটোই সময় পরিমানে করা উচিত। একই সঙ্গে এই বয়সে মূল্যবোধের শিক্ষাও মেনে চলা বেশ জরুরি।’’
ইন্টারভিউয়ের শেষ লগ্নে এসে শিবাঙ্গিনী ধোনির কাছে জানতে চেয়েছিল, স্কুলে যদি কোনও বন্ধু বিরক্ত করে তা হলে কী করা উচিত?ক্যাপ্টেনকুল পরামর্শ দেন, ‘‘এই ধরনের পরিস্থিতিতে পড়লে বাবা-মা এবংক্লাসে শিক্ষক-শিক্ষিকাকে জানান দিলে ফল পাওয়া সম্ভব ।তবে মনে রাখবে, জীবন খুব কঠিন ,তাই সব পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে।’’

Comments

comments

You may also like...