Jasprit Bumrah's Naked Photos Gone Viral

নগ্ন অবস্থায় ভাইরাল বুমরাহ

ভারতীয় দলের অন্যতম ভরসা তরুণ ইয়র্কার স্পেশালিস্ট জসপ্রীত বুমরাহ। নতুন বলে রিভার্স সুইং থেকে শুরু করে ডেথ ওভারে ইয়র্কার, সব ক্ষেত্রেই টিম ইন্ডিয়াকে নির্ভরতা দিয়েছেন এই তরুণ পেসার, জিতে নিয়েছেন সকল ক্রিকেটপ্রেমীদের হৃদয়ও। এ বার টুইটারে নিজের সিক্স প্যাকের ছবি পোস্ট করে ইন্টারনেটেজগতে তোলফার করে দিলেন জসপ্রীত।

শুক্রবার বাথরুমে তোলা নিজের শরীরের উর্ধাংশের একটি ছবি টুইট করে বুমরা লেখেন, “ক্রমাগত নিজের উন্নতি করতে কঠিন পরিশ্রম এবং একাগ্রতা আবশ্যক।”

আর এর পরই ক্রীড়াপ্রেমীর টুইটারে বুমরাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দেন। ইয়র্কার স্পেশালিস্টের প্রসংশা থেকে প্রেমের আবেদন সবই আসতে থাকে এই একটি ছবিকে কেন্দ্র করে।

ফ্যানদের মধ্যে একজন লেখেন, “ইয়র্কার স্পেশালিস্টের সিক্স প্যাকও আছে দেখছি!”

এক জন সরাসরি প্রেম নিবেদন করে লেখেন, “তোমায় দেখতে দারুণ লাগছে বুমরাহ।আমি তোমাকে খুব ভালবাসি।”

নিজেদের ফিটনেস ঠিক রাখতে ক্যাপ্টেন কোহালির দেখানো পথে অধিকাংশ ভারতীয় ক্রিকেটারই এখন ব্যায়ামাগারে কাটানো সময়ের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। অধিনায়কের দেখানো পথ যে ভালো ভাবেই অনুসরণ করছেন তা বুমরাহর এই ছবি থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে।

Comments

comments

You may also like...