Is Kohli-Aswin same Dangerous in overseas Cricket?

দেশের মাটিতে বাঘ; বিদেশে কেমন দাপট কোহলি-অশ্বিনদের?

ঘরের মাঠ নাগপুর টেস্টে সম্প্রতি দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি আর রবিচন্দ্রন অশ্বিন। একজন ব্যাট হাতে অন্যজন বল হাতে ভয়াবহ রূপ দেখিয়েছেন।

আসলেই কি স্যার ভিভ রিচার্ডসের চেয়ে ভাল ক্রিকেটার কোহালি? কিংবা সাবেক অজি পেস তারকা ডেনিস লিলির চেয়ে বল হাতে বেশি মারাত্মক স্পিন অল-রাউন্ডার অশ্বিন?
পরিসংখ্যান ঘাটলে পাওয়া যায় অন্য একরকম চিত্র। দেশের মাটিতে তাদের অনেকে বাঘ হলেও বিদেশের মাটিতে তাদের মধ্যে অনেককেই চোখেই দেখা মেলে না।

সুনীল গাভাস্কার সর্বকালের সেরা ক্রিকেটারদেরএকজন হয়েছেন; কারণ তার ৩৪টি সেঞ্চুরির ১৮টিই এসেছিলো বিদেশের মাটি থেকে। সুতরাং পঞ্চাশ শতাংশেরও বেশি শতরান তিনি করেছেন দেশের বাইরে। এর মধ্যে ৭টি সেঞ্চুরি আছে সেই আমলের ভয়ংকর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে। গাভাস্কারের চারটি ডাবল সেঞ্চুরির মধ্যে দুটিই বিদেশের মাঠে। পোর্ট অব স্পেনে ঐতিহাসিক রানছিলো তার ২২১ এবং ওভালে ২২০।

রাহুল দ্রাবিড়ের টেস্ট ব্যাটিং গড় ছিল ৫২.৩১। বিদেশের মাঠে তার গড় আরও বেশি ৫৩.০৩।’দ্য ওয়াল’ এর ৩৬টি টেস্ট সেঞ্চুরির ২১টিই ছিল বিদেশের মাটিতে। ৫ টি ডাবল সেঞ্চুরির মধ্যে ৩টি বিদেশে।

ক্রিকেট লিজেন্ড শচীন তেন্ডুলকারের ৫১ টেস্ট সেঞ্চুরির মধ্যে ২৯টি বিদেশে। দেশের বাইরে শচীনের ব্যাটিং গড় ৫৪.৭৪।

ভারতের স্বর্ণযুগের স্পিনারদের মধ্যে ইরাপল্লি প্রসন্নর ১৮৯ উইকেটের ৯৪টি বাইরের মাটিতে। এর মধ্যে অস্ট্রেলিয়াতে ৮ ম্যাচে পেয়েছেন ৩১ উইকেট এবং নিউজিল্যান্ডে ৭ ম্যাচে ৩৫ উইকেট।

অশ্বিনের ৩০০ উইকেটের মধ্যে মাত্র ৮৪টি উইকেট হলো বিদেশে। মানে মোট উইকেটের ২৮ শতাংশ বিদেশের মাটিতে। প্রসন্নর ক্ষেত্রে যেটা প্রায় ৫০ শতাংশ। সেটাও আবার অশ্বিন বাংলাদেশের বিরুদ্ধে পেয়েছেন ৫ উইকেট, শ্রীলঙ্কার মাঠে ৩৮ উইকেট। সেটা কেটে দিলে উপমহাদেশের বাইরে তার উইকেট সংখ্যা মাত্র ৪১ টি। অস্ট্রেলিয়ায় এখনও পর্যন্ত ৬টি টেস্ট খেলে অশ্বিন পেয়েছেন ২১ উইকেট। গড় ৫৪.৭১। অশ্বিনের তুলনায় প্রসন্নর সেখানে অস্ট্রেলিয়ার মাটিতে বোলিং গড় ৩১.১২।

টেস্টে দ্রুততম ৩০০ উইকেটের মালিক হিসেবে সোমবার অজি পেসার ডেনিস লিলিকে টপকে নতুন বিশ্বরেকর্ড করলেন অশ্বিন। অস্ট্রেলীয় পেস কিংবদন্তি ৩০০ উইকেটে পৌঁছেছিলেন ৫৬ টেস্টে সেখানে অশ্বিনের লেগেছে ৫৬ টি। অশ্বিন ভক্তরা পাল্টা বিতর্ক তুলতেই পারেন, ভারতের স্পিন-সহায়ক পিচে এসে কোথায় উইকেট নিলেন ডেনিস লিলি?

তবুও দেশের মাঠে আর বিদেশের মাঠে সাফল্যের ব্যবধানের তর্কটা থাকবে।অজি স্পিন তারকা শেন ওয়ার্নের ৭০৮ উইকেটের ৩৬২টি বিদেশের মাঠে। অর্থাৎ ৫১ শতাংশ শিকার নিজের দেশের বাইরে।শেন ওয়ার্ন ইনিংসে ৫ বা তার অধিক উইকেট নিয়েছেন মোট ৩৭ বার। তার মধ্যে ২০ বারই ছিল দেশের বাইরে। মুথাইয়া মুরলীধরনের ৮০০ টেস্ট উইকেটের ৩০৭টি ছিল বিদেশের মাটিতে। ৬৭ টি ইনিংসে ৫ বা তার অধিক উইকেটের মধ্যে ২২ বার বিদেশের মাঠে।

Comments

comments

You may also like...