Virat Kohli Seen Chewing Gum During Indian National Anthem

জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবিয়ে বিতর্কে ভারত অধিনায়ক

জম্মু -কাশ্মীরি খেলোয়াড় পারভেজ রসুলের পর এবার ‘চুইংগাম বিতর্কে’ এলো অধিনায়ক বিরাট কোহলি। ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ শুরুর আগ মুহূর্তে জাতীয় সঙ্গীত চলাকালীন চুইংগাম চিবোনোর অভিযোগে জড়ান বিরাট। ‘জাতীয় সঙ্গীত’ শুরু হতেই ক্যামেরা সরাসরি ‘ফোকাস অন টু বিরাট’, সেখানেই এক গুচ্ছ ছবিতে ধরা পড়েছে বিরাটের চুইংগাম চিবোনোর মুহূর্তের কিছু ভিডিও ফুটেজ এবং ছবি। ভিডিও ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই খবরের হেডলাইনে উঠে আসে এই দুঃষ্চরিত্রিক ঘটনা।

এ বছরের শুরুতেই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেকের সময় একই সমালোচনায় জড়িয়েছিলেন ক্রিকেটার পারভেজ রসুল। যদিও রাসূল ক্রিকেটে ফোকাস থাকার কথা বলে গোটা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই একই ঘটনা বছরের শেষের দিকে আবার ঘটলো। এবার অভিযোগ উঠেছে স্বয়ং ভারত অধিনায়ক কোহলির ওপর।

এর আগেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিরাট জড়িয়েছিলেন ‘ওয়াকি-টকি বিতর্কে’। ক্রিকেটের নিয়ম লঙ্ঘন করেছেন, এই অভিযোগই উঠেছিল কোহলির বিরুদ্ধে। তবে আইসিসি সেই বিতর্কে বালি চাপা দিয়ে জানিয়েছিল, অনুমতি নিয়েই ওয়াকি-টকি ব্যবহার করেছেন ক্যাপ্টেন বিরাট। দিন কয়েকের মধ্যে তিনি ফের জড়ালেন ‘চুইংগাম বিতর্ক’-এ। যদিও ইডেনে ভারতের জন্য এর থেকেও ‘বোরো মাথা মাথার কারণ হয়ে দাঁড়িয়েছে লকমলের বোলিং তান্ডব (৬-৬-০-৩)।

Comments

comments

You may also like...